
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শনিবার রাজপুর-সোনারপুর পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু করেন সায়নী ঘোষ। শোভাযাত্রার মধ্য দিয়ে এলাকা পরিদর্শন করেন তিনি। তৃণমূলের তারকা প্রার্থীর সঙ্গে ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম, সাংগঠনিক প্রধান নজরুল আলি মণ্ডলেরা। সায়নী বলেন, এই ভোটটা সরাসরি দিদি বনাম মোদির। মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নের জন্যই তৃণমূলকে ভোট দেবেন। আমাদের লড়াই বিভেদকামী এবং বঞ্চনাপ্রবণ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। বাংলার মানুষও সেই লড়াই করছেন। সায়নীর আরও বলেন, এরাজ্যে মোদির গ্যারান্টি বলে কিছু নেই। শুধু দিদির গ্যারান্টি আছে। এদিন প্রচার শুরু হওয়ার আগে স্থানীয় একটি শিবের মন্দিরে যান তিনি। সেখানে পুজো দিয়ে প্রচারে বের হয় তৃণমূলের এই লোকসভা প্রার্থী।